ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নারীর সমান অধিকারের ওপর জোর দিলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১১
নারীর সমান অধিকারের ওপর জোর দিলেন ওবামা

ওয়াশিংটন: নারীদের সমতা অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের লড়াই অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর এএফপির।



গত কয়েক দশকে দেশের অনেক উন্নতি হয়েছে উল্লেখ সাপ্তাহিক রেডিও ভাষণে ওবামা শনিবার বলেন, ‘যুক্তরাষ্ট্রে নারীরা এখনও দারিদ্রের মধ্যে বাস করছেন। ’

ওবামা আরও বলেন, ‘গণিত এবং প্রকৌশল বিষয়ে নারীরা এখনও তাদের পুরুষ সহকর্মীদের তুলনায় অনেক পিছিয়ে। ’

ওবামা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম দিকের কাজের মধ্যে একটা ছিল নারীদের বেতন বৈষম্য কমানোর বিলে স্বাক্ষর করা। ’

‘দ্য পেচেক ফেয়ারনেস অ্যাক্টের’ প্রসঙ্গ টেনে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে নারীদের অনেক ক্ষমতা দেওয়ার জন্যই সিনেটে বিলটি উত্থাপিত হয়েছিল। কিন্তু মাত্র দুই ভোটের ব্যবধানে বিলটি পাস হয়নি। ’

ওবামা বলেন, ‘নারীদের সমতা অর্জন এবং সুযোগের বিষয়টি প্রেসিডেন্ট হিসেবে আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু দুই মেয়ের বাবা হিসেবে আমি চাই, তারা যা হতে চায় সেক্ষেত্রে তারা যেন কোনো বৈষম্যের শিকার না হয়। ’

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।