ঢাকা: পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি সড়কে গাড়ি আটকে ভাঙচুর চালিয়েছে হাতি! তবে, হাতির আক্রমণের আগেই গাড়ি থেকে দ্রুত নেমে পড়ে রক্ষা পান চার যাত্রী। পরে স্থানীয়রা জড়ো হয়ে তাড়া করলে শালুকা জঙ্গলে ফিরে যায় হাতিটি।
রোববার রাতে বাঁকুড়ার শালুকা গ্রাম থেকে বেলিয়াতোড় শহরে যাওয়ার সময় এ ঘটনার প্রত্যক্ষদর্শী হন অসিত সুর।
তাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমগুলো জানায়, শালুকা জঙ্গল পেরোনোর সময় অসিতসহ চার যাত্রীবাহী প্রাইভেটকারটির পথ আটকায় হাতিটি। এরপর গাড়িটি আক্রমণে উদ্যত হলে চারজনই পড়িমড়ি করে নেমে পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা হাতিটিকে তাড়া করে জঙ্গলে ঢুকিয়ে দেন।
প্রায়ঃশই শালুকা জঙ্গল থেকে খ্যাপাটে হাতির লোকালয়ে ঢুকে পড়ার খবর পাওয়া যায়। জনপদে ভাঙচুর চালালে তাড়া খেয়ে ফের জঙ্গলে ঢুকে পড়ে এসব হাতি।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪