ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীর পক্ষে সালমান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
মোদীর পক্ষে সালমান

ঢাকা: শাসনকার্যের একশ দিন পার হতে না হতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নানা সমালোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে মোদীর সক্ষমতা নিয়েও।

ঠিক এসময়েই মোদীর পাশে এসে দাঁড়িয়েছেন ‘মি. ব্যাচেলর’খ্যাত বলিউড তারকা সালমান খান।

মোদীর সমর্থনে তিনি বলেন, এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় হয়নি। নিজেকে প্রমাণ করার জন্য তাকে (মোদী) আরো সময় দেওয়া উচিত।

মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নেওয়া সালমান বলেন, এখন সবেমাত্র একশ’ দিন পার হলো। টিম নিয়ে তিনি সকাল থেকে রাত অবধি কাজ করে যাচ্ছেন। তাকে আরো কিছু সময় দেওয়া হোক।

মোদীর সমালোচকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সালমান বলেন, যারা মোদীর সমালোচনা করছেন তারা একবার দেশের দায়িত্বভার নিয়ে দেখুন। দেশ চালিয়ে দেখুন-কতো ঝামেলার মুখোমুখি হতে হয়।  

তিনি বলেন, আমরা বাড়ির কাজকর্ম করতেই গলদঘর্ম। সেখানে দেশ চালানো তো দূরের কথা। কিন্তু এখনও মোদী দেশের হাল ধরে আছেন।  

দাবাং তারকা সালমান মোদীকে সিদ্ধান্ত নিতে স্বাধীনতা দেওয়ার পক্ষেও কথা বলেন। তিনি বলেন, আমরা সর্বসম্মতিক্রমে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছি। সুতরাং তাকে সম্মান করা উচিত।

শেষে তিনি মোদীর ড্রাম বাজানোর দক্ষতারও প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।