ঢাকা: রহস্যেঘেরা এমএইচ৩৭০ নিখোঁজের কিছু তথ্যপ্রমাণ মিলেছে। অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন যে দলটি অনুসন্ধান কাজ করে যাচ্ছেন তারা ভারত মহাসাগরে ৫৮টি ‘কঠিন বস্তুর’ সন্ধান পেয়েছেন।
এর মাধ্যমে নিখোঁজের ছয় মাসের মাথায় রহস্যের অবসান করার আশাব্যক্ত করেছে তদন্তকারী দলটি।
রোববার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও টিয়ং লাই বলেন, অনুসন্ধানকারী জেএসিসি দলটি খোঁজ পাওয়া বস্তু উদ্ধারে এখন ভারত মহাসাগরের মাঝখানে আছে। উদ্ধারের পর বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।
তিনি বলেন, আমরা ৫৮টি কঠিন বস্তু খুঁজে পেয়েছি। কিন্তু সেগুলো ঠিক এমএইচ৩৭০’র ধ্বংসাবশেষ কিনা তা বলতে পারছি না। চূড়ান্ত সিদ্ধান্তে আসার আগে সেসব বস্তু পরীক্ষা করে দেখতে হবে।
গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাত্রাকালে নিখোঁজ হয় এমএইচ৩৭০। তারপর নানা সময় নানা কথা শোনা গেলেও শেষ পর্যন্ত নিখোঁজ প্লেনটি রহস্যই থেকে যায়। ওই প্লেনে ২৩৯ জন যাত্রী ছিলেন। ধারনা করা হচ্ছে, যাত্রীরা সবাই নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪