টোকিও: জাপানে ভূমিকম্পে আঘাত পাওয়া মিয়াগি প্রশাসনিক অঞ্চলের মিনামিসানরিকি শহরে প্রায় ১০ হাজার লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশটির সরকারি টেলিভিশন এনএইচকে শনিবার এ তথ্য সম্প্রচার করেছে।
টিভিতে বলা হয়, প্রশান্ত সাগরীয় অঞ্চলের ওই শহরটির মোট জনসংখ্যা ১৭ হাজার। এর বেশিরভাগ লোকই নিখোঁজ রয়েছে। সেল্ফ ডিফেন্স ফোর্সের সহায়তায় স্থানীয় কর্তৃপক্ষ তাদের আশ্রয় নেওয়া স্থান অনুসন্ধান করছে।
এনএইচকে জানায়, কর্তৃপক্ষ এ পর্যন্ত ২৫টি স্থান থেকে ৭,৫০০ লোককে অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হলেও তারা বাকি ১০,০০০ লোকের খোঁজ পাচ্ছে না।
মিয়াগির দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তা তোমোহিকো কাটো বলেন, তারা বিভিন্ন বাড়ি ও স্থান থেকে সাড়ে সাত হাজার লোকের সঙ্গে করতে পেরেছেন। তিনি আরও বলেন, ‘কাদা ও ধ্বংসস্তুপের কারণে আমাদের উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি হেলিকপ্টার যোগেও অনেক স্থানে যাওয়া যাচ্ছে না। ’
শুক্রবার ৮ দশমিক ৯ মাত্রার অভিযানে মিনামিসানরিকি শহরটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এ পর্যন্ত ১৭০০ জনের নিহত হয়েছে বলে জাপানের কিয়োদো নিউজ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১১