ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বয়সী নারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫২, মার্চ ১২, ২০১১
বিশ্বের সবচেয়ে বয়সী নারী

মনরো: বিশ্বের সবচেয়ে বয়সী নারীর খেতাব পেলেন জর্জিয়ার বেসি কুপার। এখন তার বয়স ১১৪ বছর ছয় মাস।

বৃহস্পতিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বইয়ে তার নাম উঠে গেছে।

শুক্রবার দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, এর আগের রেকর্ডধারী সবচেয়ে বয়সী নারী টেক্সাসের ইউনাইস স্যানবর্ন গত মাসে মারা গেছেন। এরপর তিনিই এখন বিশ্বের সবচেয়ে বয়সী নারী।  

বেসি কুপারের ৭৫ বছর বয়সী ছেলে সিড কুপার তার মায়ের এই দীর্ঘদিন বাঁচা প্রসঙ্গে বলেন, এটা বংশগত। আর তাছাড়া মা টেনেসিতে খুব ভালো শৈশব কাটিয়েছেন, এটা তার দীর্ঘ জীবন পাওয়ার একটি কারণ। সিড আরও বলেন, মা ১০৫ বছর পর্যন্ত একাকী তার বাড়িতে ছিলেন।

কুপারের চার ছেলেমেয়ে। নাতি-নাতনির সংখ্যা অনেক। ইদানিং তিনি একটু কম শোনেন এবং চোখে কম দেখেন।

১১৩ জন্মবার্ষিকীতে দৈনিক আটলান্টা জার্নাল কনস্টিটিউশনকে কুপার বলেন, ‘আমি সবসময় মনোযোগ দিয়ে আমার কাজ করেছি। আজেবাজে খাবার খাইনি। ’

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, মার্চ ১২,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।