টোকিও: জাপানের উত্তরপূর্বাঞ্চলের উপকূলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার ও তাদের তাছে ত্রাণ সরবরাহের জন্য সরকার এক লাখ সেনাসদস্য মোতায়েন করেছে। রোববার সরকারি সূত্রে জানিয়েছে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোসিমি কিতাযাওয়া তার মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান। তোসিমি প্রধানমন্ত্রী নাওতো কানের কাছ থেকে এই নিদের্শ পেয়েছেন বলে একজন কর্মকর্তা জানান। ওই কর্মকর্তা তার নাম প্রকাশে অস্বীকৃতি জানান।
গত শুক্রবার ২টা ৪৬ মিনিটে আঘাত হানা ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। এই ভূমিক¤েপর প্রভাবে দেখা দেওয়া সুনামিতে প্রায় ১০ মিটার উঁচু জলোচ্ছ্বাসে ভেসে যায় জাপানের অনেক এলাকা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পুলিশ রোববার জানিয়েছে, ভূমিকম্প এবং সুনামির ধ্বংসযজ্ঞ জাপানের পূর্ব উপকূলীয় হোনসু দ্বীপে নিহত মানুষের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে।
ওই অঞ্চলে ১২ হাজার ২৫০ টির বেশি বাড়ি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১১