টোকিও: ভূমিকম্প পরবর্তী ভয়াবহ সুনামিতে বিধ্বংস্ত জাপানের রাজধানী টোকিওতে আরও ২০০ মৃতদেহের সন্ধান পেয়েছে পুলিশ। খবর এএফপির।
রোববার পুলিশ জানায়, হিগাশিমাতসুশিমা শহরে ২০০ মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জাতীয় পুলিশ সংস্থার একজন মুখপাত্র জানান, স্থানীয় পুলিশ এসব মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে।
এদিকে, স্থানীয় সানকেই শিমবুনসহ বিভিন্ন দৈনিকে খবর বেরিয়েছে, ওই শহরের নোবিরু জেলায় শত শত লোক এখনো নিখোঁজ রয়েছেন।
শনিবার সেনদাই শহরের পুলিশ জানায়, সমুদ্র তীরবর্তী অঞ্চলে কমপক্ষে ২০০ থেকে ৩০০ মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।
মন্ত্রিপরিষদের প্রধান সচিব ইয়োকিও এদানো বলেছেন, ‘সব মিলিয়ে এক হাজার মানুষ মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ’ তবে জাপানের দৈনিক কিয়োদো নিউজ নিহত মানুষের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে।
হোনসু দ্বীপের পূর্ব উপকূল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে জলোচ্ছ্বাসে ১২ হাজার ২৫০টি বসতবাড়ি ভেসে গেছে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১১