সেনদাই: জাপানের মিয়াগি অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে বলে রোববার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা। খবর এএফপি ও কিয়োদো নিউজের।
সরকারি টেলিভিশন এনএইচকে পুলিশ কর্মকর্তা নাওতো তাকেউচির উদ্ধৃতি দিয়ে জানায়, তার প্রশাসনিক অঞ্চল মিয়াগিতে ১০ হাজার মানুষ নিহত হয়েছে। এ ব্যাপারে তার কোনো সন্দেহ নেই বলেও জানান তিনি। শুক্রবারের ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়াগি।
এরআগে, কিয়োদো নিউজ জানিয়েছে, ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত জাপানের রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে নিহত ও নিখোঁজ মানুষের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।
গত শুক্রবার ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্পের হানার পর সৃষ্ট সুনামিতে দেশটির রাজধানীসহ উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, বাড়িঘর, অফিস ভবনসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি সুনামিতে আঘাত পাওয়া পরমাণু চুল্লি থেকে তেজষ্ক্রিয় পদার্থ বাতাসে ছড়াচ্ছে বলেও বিজ্ঞানীরা বলছেন।
জাপানের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, রিখটার স্কেরে ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ৮ মাত্রা থেকে ৯ মাত্রার, যা বিশ্বের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১১