ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে তেজষ্ক্রিয়তায় আক্রান্ত ১৫ জন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১১
জাপানে তেজষ্ক্রিয়তায় আক্রান্ত ১৫ জন হাসপাতালে

টোকিও: জাপানে ভয়াবহ ভূমিকম্পের পর তেজষ্ক্রিয় পদার্থের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেওয়ায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিয়োদো নিউজ রোববার জানিয়েছে, ফুকুশিমা পরমাণু চুল্লিতে বিস্ফোরণের পর তেজষ্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ছে।



শনিবার এক নম্বর চুল্লিটি বিস্ফোরণ হয় বলে খবর বেরোয়। এতে চুল্লিটির ভবন ধসে যায়। তবে চুল্লিটি অক্ষত থেকে যায়। রোববার দ্বিতীয় আরেকটি পরমাণু চুল্লিতে বিস্ফোরণ ঘটেছে বলে স্বীকার করেছেন জাপানের কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বিস্ফোরণের পর কর্মকর্তা চুল্লির চারপাশে ২০ বর্গ কিলোমিটার এলাকা থেকে লোকজনকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কর্মকর্তারা আয়োডিন বিতরণেরও ব্যবস্থা করেন, এতে তেজষ্কিয় পদার্থ থেকে রক্ষা হয়।

এদিকে. মন্ত্রিসভার প্রধান সচিব ইউকিও এদানো রোববার সাংবাদিকদের বলেন, ‘তৃতীয় চুল্লিতে বিস্ফোরণ ঘটার আশঙ্কা করছি। তবে চুল্লিটি অক্ষত থাকবে। আশপাশের অধিবাসীদের কোনা ক্ষতি হবে না। ’

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।