টোকিও: জাপানে ভয়াবহ ভূমিকম্পের পর তেজষ্ক্রিয় পদার্থের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেওয়ায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিয়োদো নিউজ রোববার জানিয়েছে, ফুকুশিমা পরমাণু চুল্লিতে বিস্ফোরণের পর তেজষ্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ছে।
শনিবার এক নম্বর চুল্লিটি বিস্ফোরণ হয় বলে খবর বেরোয়। এতে চুল্লিটির ভবন ধসে যায়। তবে চুল্লিটি অক্ষত থেকে যায়। রোববার দ্বিতীয় আরেকটি পরমাণু চুল্লিতে বিস্ফোরণ ঘটেছে বলে স্বীকার করেছেন জাপানের কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
বিস্ফোরণের পর কর্মকর্তা চুল্লির চারপাশে ২০ বর্গ কিলোমিটার এলাকা থেকে লোকজনকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কর্মকর্তারা আয়োডিন বিতরণেরও ব্যবস্থা করেন, এতে তেজষ্কিয় পদার্থ থেকে রক্ষা হয়।
এদিকে. মন্ত্রিসভার প্রধান সচিব ইউকিও এদানো রোববার সাংবাদিকদের বলেন, ‘তৃতীয় চুল্লিতে বিস্ফোরণ ঘটার আশঙ্কা করছি। তবে চুল্লিটি অক্ষত থাকবে। আশপাশের অধিবাসীদের কোনা ক্ষতি হবে না। ’
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১১