কায়রো: লিবিয়ায় প্রস্তাবিত নো ফ্লাই জোন (বিমান উড্ডয়ন নিষিদ্ধ) আরোপের জন্য জাতিসংঘের কাছে শনিবার দাবি জানিয়েছে আরব লীগ। খবর এএফপির।
মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের প্রধান কার্যলয়ে এক বৈঠকে নেতারা জাতিসংঘের কাছে এই দাবি জানান।
লিবিয়ার স্বৈরাচারি প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি তার বিরুদ্ধে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন বলে উল্লেখ করেন আরব লীগের নেতারা।
আরব লীগের ২২ সদস্য দেশ লিবিয়ার বিরুদ্ধে প্রস্তাবিত নো ফাই জোন আরোপে সম্মত হওয়ায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের স্বাগত জানিয়েছে।
আরবের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দায়িত্ব নিয়ে লিবিয়ার সংকট কাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। লিবিয়ার জনগণ এবং অন্যান্য দেশের নাগরিকদের অধিকার রক্ষার আহ্বান জানান তারা।
লিখিত প্রতিবেদনে নেতারা লিবিয়ায় মানবাধিকার রক্ষা, রাস্তা থেকে সেনাবাহিনী প্রত্যাহার ও জনগণের ওপর হামলা বন্ধেরও দাবি জানান।
মূলত লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির আক্রমণ ঠেকাতে পশ্চিমা বিশ্বের দেশগুলোর মধ্যে ব্রিটেন এবং ফ্রান্সই সবচেয়ে কঠোরভাবে নো ফ্লাই জোন আরোপের প্রস্তাব করে। তবে এর সম্ভাব্যতা নিয়ে গবেষণা চলছে বলে যুক্তরাষ্ট্র জানায়।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১১