ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ায় আলজাজিরার ক্যামেরাম্যান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, মার্চ ১৩, ২০১১
লিবিয়ায় আলজাজিরার ক্যামেরাম্যান নিহত

দোহা: সহিংসতাপূর্ণ লিবিয়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন আলজাজিরা টেলিভিশনের ক্যামেরাম্যান। আরবের স্যাটেলাইট টেলিভিশনটিতে শনিবার এ খবর সম্প্রচারিত হয়।



সরকার বিরোধী আন্দোলনে উত্তাল লিবিয়ায় পূর্বাঞ্চলের বেনগাজিতে বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর হামলার সময় গুলিবিদ্ধ হয়ে ক্যামেরাম্যান আলি হাসান আলজাবের নিহত হন। টেলিভিশন চ্যানেলটি তাদের সংবাদে কবে, কখন জাবের নিহত হয়েছেন তা উল্লেখ করেনি।

এদিকে, জাবেরের সঙ্গে থাকা আলজাজিরার প্রতিবেদক নাসার আল হাদার আহত হন।

নিহত জাবের কাতারের নাগরিক। তার শরীরে তিনটি গুলি রয়েছে যার প্রতিটিই তাকে হত্যা করার লক্ষ্যে করা হয়েছে।

আলজাজিরা চ্যানেল আরব বিশ্বের সরকার বিরোধী আন্দোলনের চিত্র বিশ্ববাসীর কাছে প্রচার করে আসছে। চ্যানেলটি জানায়, তারা  জাবের নিহত হওয়ায় চুপ থাকবে না।   আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়বিচারের জন্য আবেদন জানাবে।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।