জাতিসংঘ, নিউইয়র্ক: লিবিয়ায় মানবিক ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের অনুমতির বিষয়ে আলাপ করতে জাতিসংঘের একজন দূত শনিবারে ত্রিপোলিতে পৌঁছেছেন। জাতিসংঘ এ খবর জানিয়েছে।
জাতিসংঘের লিবিয়া বিষয়ক সমন্বয়ক রসিদ খলিকভ একটি ছোট সহায়তা দল নিয়ে সেখানে গেছেন।
জাতিসংঘের একটি বিবৃতিতে বলা হয়, লিবিয়াতে মানবিক ত্রাণ সহায়তা নিয়ে ত্রাণকর্মীদের প্রবেশের অনুমতি, তার প্রয়োজনীয়তা এবং কিভাবে তা নিশ্চিত করা যায় তা নিয়ে তিনি দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করবেন।
তিনি বলেন, লিবিয়ায় সংকটের শুরু ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে ত্রাণকর্র্মীদের সীমিত পরিসরে প্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে আন্তর্জাতিক সাহায্য দাতা দেশগুলো।
সংকটের শুরু থেকে এ পর্যন্ত দুই লাখ ৬০ হাজার লোক লিবিয়া ছেড়ে গেছে। এদের বেশিরভাগই বিদেশি নাগরিক।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ১৩,২০১১