ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান সবচেয়ে বড় সংকটে: নাওতো কান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১১
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান সবচেয়ে বড় সংকটে: নাওতো কান

টোকিও: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর গত ৬৫ বছরে জাপান সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছে। দেশটির প্রধানমন্ত্রী নাওতো কান ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর রোববার এ মন্তব্য করেছেন।



৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে ক্ষতিগ্রস্ত পরমাণু চুল্লিগুলোর তেজষ্ক্রিয়তা ঠেকাতে দেশটির প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন। নাওতো কান বলেন, ভূমিকম্পে আঘাত পাওয়া পরমাণু চুল্লির অবস্থা অত্যন্ত খারাপ।

সংবাদ সম্মেলনে কান বলেন, ‘ভূমিকম্প, সুনামি ও পরমাণু চুল্লির বর্তমান পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৬৫ বছরের মধ্যে সবচেয়ে সংকটপূর্ণ। ’

জাতির প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কান বলেন, ‘আমরা জাপানিরা এ সংকট মোকাবিলা করতে পারব কি না তা নির্ভর করছে আমাদের প্রত্যেকের ওপর। আমি প্রবলভাবে বিশ্বাস করি, দশে মিলে কাজ করলে আমরা বিশাল ভূমিকম্প ও সুনামির ক্ষয়ক্ষতি জয় করতে পারব। ’

জাপানের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল মিয়াগিতেই কেবল ১০ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ফুকুশিমা প্রথম পরমাণু চুল্লিতে শনিবার বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে মোট দুটি চুল্লি বিস্ফোরিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার পর পরমাণু জরুরি অবস্থা জারি করা হয়েছে, রোববারও তা বহাল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।