তেল আবিব: ইসরায়েলের দখল করা পশ্চিম তীরে কয়েকশ ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। শনিবার মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে কর্মকর্তারা জানান।
পশ্চিম তীরে ইহুদি একটি পরিবারের পাঁচ সদস্য খুন হওয়ার পরদিন এ ঘোষণা এলো। তবে এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সরকার।
ইসরায়েলের একজন কর্মকর্তা বলেন, ইহুদি দেশটি আশা করে ফিলিস্তিনিদের সঙ্গে যে কোনো শান্তি চুক্তির শর্তে তারা ওই অঞ্চলটির নিয়ন্ত্রণ নেবে। এরপর বসতি নির্মাণ শুরু হবে।
এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রদাইনা বলেন, ‘এ সিদ্ধান্ত ভুল এবং অগ্রহণযোগ্য। এতে কেবল সমস্যাই সৃষ্টি হবে। ’
১৯৬৭ সালে ইসরায়েলের দখল করা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নির্মিত ১০০টি বসতিতে প্রায় পাঁচ লাখ ইহুদি বসবাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ বসতি অবৈধ। তবে ইসরায়েল তা মানে না।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১১