প্যারিস: বিশ্বের শক্তিধর দেশগুলোর সমন্বয়ে গঠিত জি-৮-এর নেতারা লিবিয়ার সংঘর্ষ নিয়ে একটি ঐক্যবদ্ধ মোর্চা গঠনের চেষ্টা করছেন। প্যারিসে শুরু হওয়া সোমবার ও মঙ্গলবার দুই দিনের বৈঠকে এ নিয়ে আলোচনা চলবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ছাড়াও ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, জাপানের পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে অংশ নেবেন। পরিষদের সকল স্থায়ী সদস্যরা আশা করছে এই বৈঠকে চীনও এই বৈঠকে উপস্থিত থাকবে।
লিবিয়ার ওপর ‘নো ফাই জোন’ আরোপের বিষয়ে ব্রিটেন এবং ফ্রান্স একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে। তারা বিষয়টি জাতিসংঘে উত্থাপন চায়। ২২ সদস্য বিশিষ্ট আরব লীগও শনিবার বিষয়টিতে তাদের সমর্থন দিয়েছে।
রাশিয়া এবং চীন লিবিয়ার ওপর ‘নো ফাই জোন’ আরোপের বিষয়ে একমত নয়। কিন্তু যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি নো ফাই জোন আরোপের বিষয়ে একমত।
এদিকে, ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন বলছে, জাতিসংঘের অনুমোদন ছাড়া কোনো কিছুই করা হবে না।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ গত সপ্তাহে বলেছেন, রাশিয়া এই বিষয়ে একটি যৌক্তিক শুনানির আশা করে।
তারা আরও বলেছে, বিষয়টি নির্ভর করছে পুরো বিষয়টি কীভাবে কাজ করবে এবং লিবিয়ার মানবিক পরিস্থিতির অবস্থা কীরূপ তা বিবেচনা করে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তান এবং ইরাকে অভিযানে আরব বিশ্বের সমর্থন না থাকলেও বারাক ওবামা লিবিয়ার ওপর ‘নো ফাই জোন’ আরোপের বিষয়ে এই অঞ্চলের সবার সমর্থন আশা করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১৩,২০১১