ত্রিপোলি: লিবিয়ায় গাদ্দাফি বাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে বেদখল হওয়া শহরগুলো একে একে উদ্ধার করে নিচ্ছে। ক্রমেই গাদ্দাফি বাহিনী এগিয়ে যাচ্ছে বিক্ষোভকারীদের দখল করা মূল শহর বেনগাজির দিকে ৷ আন্দোলন ঠেকাতে বিক্ষোভকারীদের ওপর হামলার পথ বেছে নিয়েছে গাদ্দাফি বাহিনী।
এরআগে রোববার গাদ্দাফি বাহিনী ব্রেগা অঞ্চলে বিদ্রোহীদের গুলি চালিয়ে ছত্রভঙ্গ করে অঞ্চলটি দখল করে নেয়। রাস লানুফ শহরও ছিনিয়ে নেয় গাদ্দাফি বাহিনী, বিরোধীদের কাছ থেকে৷
সেনাবাহিনী মুখপাত্র কর্ণেল মিলাদ হুনেইন সাংবাদিকদের বলেন,‘গাদ্দাফি বাহিনী দেশ পরিস্কার করতে অভিযান পরিচালনা করছে”।
এদিকে গাদ্দাফির ওপর চাপ বাড়াতে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক মহল। লিবিয়ায় প্রস্তাাবিত নো ফ্লাই জোন (বিমান উড্ডয়ন নিষিদ্ধ) আরোপের জন্য জাতিসংঘের কাছে শনিবার দাবি জানিয়েছে আরব লীগ। ফ্রান্স ইতিমধ্যে নিষেধাজ্ঞা কার্যকরের জন্য চষ্টা চালাচ্ছে৷
উল্লেখ্য, চারদশক ক্ষমতা আকঁড়ে থাকা গাদ্দাফির অপসারনের দাবিতে মাসব্যাপী আন্দোলন করছে বিক্ষোভকারীরা।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১১