টোকিও: জাপানে পরমাণু চুল্লি বিস্ফোরণের পর স্বাভাবিক মাত্রার তেজষ্ক্রিয় পদার্থের বিকিরণ ঘটছে বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)। খবর এএফপি ও কিয়োদো নিউজের।
ফুকুশিমা ১ নং পরমাণু স্থাপনার ৩ নং চুল্লিতে সোমবার সকালে হাইড্রোজেন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন কর্মী আহত হয়েছেন।
বিস্ফোরণের ঘটনার পরও চুল্লিটির কনটেইনার অক্ষত রয়েছে বলে জাপানি সরকারের পরমাণু নিরাপত্তা সংস্থা ও চুল্লির অপারেটর এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) জানিয়েছে, বিস্ফোরণের পর ওই চুল্লিতে তেজষ্ক্রিয় পদার্থের বিকিরণের মাত্রা স্বাভাবিক। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত শনিবার একই পরমাণু স্থাপনার ১ নং চুল্লিতে হাইড্রোজেন বিস্ফোরণ ঘটে। এরপর ওই চুল্লির আশপাশের ২০ বর্গ কিলোমিটার অঞ্চল থেকে অধিবাসীদের অন্যত্র সরে যেতে নির্দেশ দেওয়া হয়। সোমবার নতুন করে ৩ নং চুল্লিতে বিস্ফোরণ হয় ১১টা ১ মিনিটে।
জাপানের মন্ত্রিসভার প্রধান সচিব ইউকিও এদানো একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা নিরীক্ষা করে দেখেছি, সেখানে ব্যাপক পরিমাণে তেজষ্ক্রিয় পদার্থের বিকিরণের সম্ভাবনা কম। ’ তিনি বলেন, ৩ নং চুল্লিকে শীতল করতে সমুদ্রের পানি সেখানে ঢোকানো হচ্ছে।
গত শুক্রবার জাপানে ভয়াবহ ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে উত্তর-পূর্বাঞ্চলের উপকূল, আবাসিক এলাকাসহ কিছু ভেসে যায়। ৩১ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়ে যায় ঘরবাড়ি, মানুষ, গাছপালা ইত্যাদি। মহাদুর্যোগে এ পর্যন্ত হাজার হাজার লোক নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১১