বেইজিং: চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও তার দেশে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা বললেন। প্রাতিষ্ঠানিক পরিবর্তনের দিকে না গেলে গত ৩০ বছরের অর্থনৈতিক অর্জন ব্যর্থতায় পর্যবসিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
একটি সংবাদ সম্মেলনে ওয়েন বলেন, ‘রাজনৈতিক, অর্থনৈতিক সংস্কার ছাড়া সফল হওয়া যাবে না এবং আমরা যা অর্জন করেছি তা ব্যর্থ হয়ে যাবে। ’ গত বছর তিনি একই মন্তব্য করলে গুজব ছড়ায় সংস্কার নিয়ে শীর্ষ নেতৃত্বে ভাঙন ধরেছে।
ওয়েন স্পষ্ট করে বলেন, নির্বাচনী রাজনীতির দিকে যে কোনো ধরনের পরিবর্তন চীনের কমিউনিস্ট পার্টির অধীনে হবে।
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই এই প্রক্রিয়ায় দিকে ধাপে ধাপে এগোতে হবে। আমাদের বিশ্বাস করি, গ্রামের মানুষ যখন বিভিন্ন বিষয় নিজেরাই মোকাবিলা করতে সক্ষম হবে, তখন তারা নিজেদের গ্রাম-সম্প্রদায় ও কাউন্টি চালাতে পারবে। ’ এটা একটি ধীর প্রক্রিয়া বলেও তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১১