ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

৬১ সোমালি জলদস্যু আটক করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, মার্চ ১৪, ২০১১
৬১ সোমালি জলদস্যু আটক করেছে ভারত

নয়াদিল্লি: ভারতীয় নৌবাহিনীর সদস্যরা জলদস্যুবিরোধী অভিযানে ৬১ জন সোমালি জলদস্যুকে জাহাজসহ আটক করেছে। এসময় দস্যুদের হাতে বন্দি ১৩ জন ভারতীয় নাবিককে উদ্ধার করেছে তারা।



শনিবার রাতে ভারতীয় নৌ বাহিনীর সদস্যরা আরব সাগরের ৬০০ নটিক্যাল মাইল পশ্চিমে সোমালি জলদস্যুদের ভেগা-৫ নামের ওই জাহাজটিকে আটক করে।  

ভেগা-৫ নামের ওই জাহাজটি মোজাম্বিকের পতাকাবাহী একটি মাছ ধরার জাহাজ। এটিও সোমালি জলদস্যুরা গত বছর ২৮ ডিসেম্বর ছিনতাই করে এবং এরপর থেকে তারা একে ছিনতাইয়ের কাজে ব্যবহার করে আসছে।

২০০৮ এর অক্টোবর থেকে অ্যাডেন সাগরে জলদস্যুবিরোধী তল্লাশি অভিযান পরিচালিত হয়। নৌবাহিনী ও উপকূলীয় নিরাপত্তা বাহিনী লাক্ষা দ্বীপের পশ্চিমে গত চার মাস ধরে কড়া নজরদারি করছিল।
         
ভারতীয় নৌবাহিনীর সদস্যরা আরব সাগরে এর আগে ২৮ জানুয়ারি এবং ১১ ফেব্রুয়ারি ৪৩ জন সোমালি জলদস্যুকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।