টোকিও: ভূমিকম্প ও সুনামিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল এলাকা মিয়াগিতে সোমবার প্রায় দুই হাজার মৃতদেহ উদ্ধার করেছে।
জাপানে এটাই সবচেয়ে বড় নিহত মানুষের লাশ উদ্ধারের ঘটনা।
কর্মকর্তারা জানান, সরকারি হিসেবে নিহত মানুষের সংখ্যা ১৬২৭। নিখোঁজ রয়েছে আরও ১৭২০ এবং আহত হয়েছে ১৯৬২ জন। জাতীয় পুলিশের দুর্যোগ মোকাবিলা সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।
উদ্ধারকারী দলের তৎপরতা নতুন অঞ্চলে শুরু হলে মৃত্যুর সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত শুক্রবার জাপানে ইতিহাসের ভয়াবহতম ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে ৩১ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১