ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়াগিতে ২০০০ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১১
মিয়াগিতে ২০০০ লাশ উদ্ধার

টোকিও: ভূমিকম্প ও সুনামিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল এলাকা মিয়াগিতে সোমবার প্রায় দুই হাজার মৃতদেহ উদ্ধার করেছে।

জাপানে এটাই সবচেয়ে বড় নিহত মানুষের লাশ উদ্ধারের ঘটনা।

মিয়াগির ওজিকা উপদ্বীপ থেকে প্রায় ১০০০ ও মিনামিসানরিকা থেকে আরও ১০০০ হাজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে, কিয়োদো নিউজ জানায়, মিয়াগিতে প্রায় ১০ হাজার লোক হিসেবের মধ্যে নেই অর্থাৎ নিখোঁজ রয়েছে।

কর্মকর্তারা জানান, সরকারি হিসেবে নিহত মানুষের সংখ্যা ১৬২৭। নিখোঁজ রয়েছে আরও ১৭২০ এবং আহত হয়েছে ১৯৬২ জন। জাতীয় পুলিশের দুর্যোগ মোকাবিলা সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।

উদ্ধারকারী দলের তৎপরতা নতুন অঞ্চলে শুরু হলে মৃত্যুর সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত শুক্রবার জাপানে ইতিহাসের ভয়াবহতম ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে ৩১ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।