মানামা: সৌদি আরবসহ উপসাগরীয় সহায়তা পরিষদের (জিসিসি) ছয় সদস্য দেশের সেনারা সোমবার বাহরাইনে বিক্ষোভকারীদের দমন করতে দেশটির ভূখ প্রবেশ করেছে। খবর এএফপির।
এদিকে, জিসিসির এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের মুখপাত্র টমি ভিয়েটর বলেন, ‘আমরা বাহরাইনের জনগণের অধিকার রক্ষার জন্য জিসিসির প্রতি আহ্বান জানাচ্ছি। বিরোধীদের দমন না করে তাদের সঙ্গে সংলাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। ’
সোমবার সৌদি কর্মকর্তারা বলেন, সহস্রাধিক সৌদি সেনা বাহরাইনে প্রবেশ করেছে। দেশটিতে গত এক মাস ধরে সরকার বিক্ষোভ চলছে।
সরকার বিরোধীরা রাজধানী মানামার কেন্দ্রীয় ব্যবসায়িক অঞ্চলের দখল নেওয়ার পর সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের ছয় দেশের সেনারা বাহরাইনে প্রবেশ করল।
বাহরাইন সরকারের তরফ থেকে অবশ্য সৌদি সেনাদের উপস্থিতির বিষয়টি অস্বীকার করা হয়েছে। শিয়া অধ্যুষিত এই দেশটি ২০০ বছর ধরে সুন্নিরা শাসন করে আসছে।
বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১১