ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে বিপজ্জনক মাত্রায় তেজষ্ক্রিয়তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১১
জাপানে বিপজ্জনক মাত্রায় তেজষ্ক্রিয়তা

সেনদাই: পরমাণু চুল্লিতে আরও দুটি বিস্ফোরণের পর জাপানে তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়ার মাত্রা মঙ্গলবার ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। খবর এএফপির।



জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বলেন, ফুকুশিমা-১ পরমাণুবিদ্যুৎ চুল্লিতে তেজষ্ক্রিয়তা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। তার প্রধান মুখপাত্র জানিয়েছে, মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এমন পর্যায়ে তেজষ্ক্রিয়তা ছড়াচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী টোকিওর ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তেজষ্ক্রিয় পদার্থের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। তবে তা ক্ষতিকর পর্যায়ে নেই বলে জানা গেছে।

কান বলেন, পরমাণু স্থাপনার চার নম্বর চুল্লিটিতে অগ্নিকা-ের ঘটনা ঘটলেও পরে তা নেভানো হয়। এ নিয়ে ফুকুশিমার স্থাপনার ছয়টি চুল্লির চারটিই সংকটপূর্ণ অবস্থায় রয়েছে।

গত শুক্রবার প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামি সৃষ্টি হলে জাপানে ইতিহাসের ভয়াবহ বিপর্যয় নেমে আসে। ৩১ ফুট উচ্চতার সুনামির সামনে পড়েছে তাই ভেসে গেছে, ধ্বংস হয়ে গেছে।

সরকারি হিসেবে এ পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ২৪১৪ জন। মঙ্গলবার পুলিশ এ তথ্য জানিয়েছে। তবে অন্য কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে।

ফুকুশিমা পরমাণু স্থাপনার শীতলীকরণ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় সেখানে আরও সংকট ঘনীভূত হয়েছে। শনিবার এক নম্বর চুল্লিতে বিস্ফোরণ ঘটে। সোমবার তিন নম্বরটিতেও একই ঘটনা ঘটে। এরপর মঙ্গলবার সকালে চার নম্বর চুল্লিটিতে আগুন ধরে যায়।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।