ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী সিনেটর জন ম্যাককেই ও জোসেপ লিবারম্যান সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লিবিয়ার সরকার বিরোধী বিক্ষোভকারীদের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
লিবিয়ায় বিক্ষোভকারীদের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি বাহিনীর হামলা থেকে রক্ষার জন্য ওবামার প্রতি প্রস্তাাবিত নো ফ্লাই জোন বাস্তবায়নেরও অনুরোধ জানান দুই সিনেটর।
সম্প্রতি বিরোধীদের দখল করা শহরগুলো একে একে গাদ্দাফি বাহিনী উদ্ধার করে নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
এদিকে সোমবার ওবামা, গাদ্দাফিকে সতর্ক করে দিয়ে বলেন,‘গাদ্দাফি তার ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন। এখন তার ক্ষমতা ত্যাগ করা প্রয়োজন”।
প্যারিসে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন লিবিয়ার গাদ্দাফি সরকার বিরোধী বিক্ষোভকারীদের অর্থনৈতিক,রাজনৈতিক এবং সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছেন।
ফ্রান্স এরইমধ্যে লিবিয়ার বিক্ষোভকারীদের স্বীকৃতি দিয়েছে এবং নো ফ্লাই জোন নিষেধাজ্ঞা কার্যকরের জন্য চষ্টা চালাচ্ছে৷
উল্লেখ্য, চারদশক ক্ষমতা আকঁড়ে থাকা গাদ্দাফির অপসারনের দাবিতে মাসব্যাপী আন্দোলন করছে বিক্ষোভকারীরা।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১১