ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ার বিক্ষোভকারীদের ব্রেগা পুনর্দখল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, মার্চ ১৫, ২০১১
লিবিয়ার বিক্ষোভকারীদের ব্রেগা পুনর্দখল

দুবাই: লিবিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের কাছ থেকে উদ্ধার করা ব্রেগা শহর মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সোমবার  পুনর্দখল নিয়েছে বিরোধীরা। খবর গাল্ফ নিউজের।



এরআগে গাদ্দাফি বাহিনী রোববার সন্ধায় বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে তারা শহরের দখল ছেড়ে পিছু হটতে বাধ্য হয়।

বিরোধী দলের নেতা ওরাইশ সাইদ বার্তা সংস্থা গাল্ফ নিউজকে বলেন, মিলিশিয়া বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় কতজন নিহত হয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি।

তিনি বলেন ব্রেগা শহর থেকে গাদ্দাফি বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করার পর বিদ্রোহীরা চার দিক থেকে এলাকাটি ঘিরে রেখেছে। প্রতিটি রাস্তা এমনকি বাড়ির সামনে বিক্ষোভকারীরা পাহাড়া দিচ্ছে।

বিক্ষোভকারীরা কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে সংঘবদ্ধ হচ্ছে।

এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক মহলের সমর্থন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, গাদ্দাফিকে সতর্ক করে দিয়ে বলেন,‘গাদ্দাফি তার ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন। এখন তার ক্ষমতা ত্যাগ করা প্রয়োজন”।

এরইমধ্যে ফ্রান্স, লিবিয়ার বিক্ষোভকারীদের স্বীকৃতি দিয়েছে এবং নো ফাই জোন  নিষেধাজ্ঞা কার্যকরের জন্য চষ্টা চালাচ্ছে৷

উল্লেখ্য, স্বৈরশাসক গাদ্দাফির অপসারনের দাবিতে মাসব্যাপী আন্দোলন করছে বিক্ষোভকারীরা।


বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।