টোকিও: জাপানের রাজধানী টোকিওতে মঙ্গলবার স্বাভাবিক চেয়ে বেশি মাত্রার তেজষ্ক্রিয় পদার্থের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। তবে টোকিওর কর্মকর্তা বলছেন, তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না।
টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তা সাইরি কোগা বলেন, ‘মঙ্গলবার সকালে আমরা স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রার তেজষ্ক্রিয় পদার্থের প্রমাণ পেয়েছি। তবে আমরা মনে করি না, এর মাধ্যমে মানুষের শরীর আক্রান্ত হবে। ’
কেন্দ্রীয় সরকার মঙ্গলবার সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরমাণু চুল্লির আশপাশের মানুষের শরীরের জন্য তেজষ্ক্রিয় পদার্থ ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। দুটি বিস্ফোরণ ও আগুনের ঘটনায় তেজষ্ক্রিয়তার স্তর বিপদসীমায় পৌঁছে গেছে। বিস্ফোরিত ফুকুশিমা পরমাণুু স্থাপনাটি টোকিও থেকে ২৫০কিলোমিটার দূরে।
আরেকজন কর্মকর্তা বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে টোকিওতে দশমিক আট শূন্য নয় মাত্রার তেজষ্ক্রিয়তার প্রমাণ পাওয়া গেছে। জিজি প্রেস জানিয়েছে, সোমবারের চেয়ে মঙ্গলবার তেজষ্ক্রিয়তার মাত্রার ২০ গুণ বেশি।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১১