টোকিও: জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পাঁচ ও ছয় নম্বর চুল্লির তাপমাত্রার বাড়ার কারণে এগুলোও বিস্ফোরিত হবে আশঙ্কা করা হচ্ছে। খবর রিয়া নভোস্তি ও কিয়োদো নিউজের।
জাপানের মন্ত্রিসভার প্রধান সচিব ইউকিয়ো এদানো সাংবাদিকদের বলেন, ‘ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। এদিকে, মনোযোগ দেওয়া দরকার। ’
কিয়োদো নিউজ জানিয়েছে, দু্িট চুল্লির শীতলীকরণ ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে। ফলে চুল্লির রডগুলো গলতে শুরু করেছে।
ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমার পরমাণু বিদ্যুৎকেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা অকার্যকর হয়ে গেলে এক ও তিন নম্বর চুল্লিটি সোমবার বিস্ফোরিত হয়। মঙ্গলবার চার নম্বরটিতে আগুন ধরে যায়, বিস্ফোরিত হয় বলেও খবর বেরিয়েছে। বাকিগুলোর তাপমাত্রা বাড়ছে।
জাপানের যোগাযোগ মন্ত্রণালয় বিস্ফোরিত পরমাণু স্থাপনার চারপাশে মঙ্গলাবর সকালে ৩০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে নো ফ্লাই জোন ঘোষণা করেছে।
বাংলদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১১