ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইনে সামরিক আইন জারি

ইন্টারন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১
বাহরাইনে সামরিক আইন জারি

মানামা: বাহরাইনে মঙ্গলবার তিন মাসের জন্য সামরিক আইন জারি করেছেন বাদশাহ শেখ হামাদ বিন ঈসা আল খলিফা। খবর এএফপি ও বিবিসির।



সপ্তাহব্যাপী গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ঘোষণায় বাদশাহ তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেন।

এ তিন মাস নিরাপত্তার সার্বিক দায়দায়িত্ব সেনাবাহিনীর হাতে থাকবে।

সরকারের অনুরোধে বিক্ষোভ দমনে সৌদি আরবের এক হাজার সেনা সদস্য ও সংযুক্ত আরব আমিরাতের ৫০০ পুলিশ সোমবার মানামায় পৌঁছানোর একদিন পর এ সামরিক আইন জারি করা হলো।

এদিকে, বাহরাইনে সোমবার সৌদি আরবের সেনা পাঠানোর ঘটনায় ুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

সংখ্যাগরিষ্ঠ শিয়া বিক্ষোভ ঠেকানোয় সরকারকে সহায়তা করতে সোমবার ছয়টি দেশের আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এর প থেকে বাহরাইনে পৌঁছায় সৌদি আরবের ১ হাজার সেনা।

ইরান এর নিন্দা জানানোর পাশাপাশি বাহরাইনকে গণতন্ত্রপন্থি আন্দোলন শান্তিপূর্ণভাবে সামাল দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।

রোববার শিয়া বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হওয়ার একদিন পরই বাহরাইনের অনুরোধে সৌদি আরব ১,০০০ সেনা পাঠায়। সংযুক্ত আরব আমিরাতও বাহরাইনে ৫০০ সেনার একটি দল পাঠানোর কথা জানিয়েছে।

সৌদি আরবের শিয়া সংখ্যালঘুরা বাহরাইনের আন্দোলন বিক্ষোভে অনুপ্রাণিত হতে পারে এই আশংকায় সৌদি কর্তৃপক্ষ দ্রুত বাহরাইনের অনুরোধে সাড়া দিয়েছে বলে ধারণা করছেন তারা।

বাহরাইনের সর্ববৃহৎ শিয়া মুসলিম পার্টি ওয়েফাকসহ অন্যান্য বিরোধীদলগুলো বলেছে, উপসাগরীয় আরব বাহিনীর যে কোনো হস্তপে যুদ্ধ ঘোষণা এবং দখলদারিত্বের নামান্তর।

এই পদপে নিরস্ত্র নাগরিকদের ওপর সশস্ত্র আগ্রাসন দাবি করে বাহরাইনের জনগণকে এক অঘোষিত যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘন্টা, মার্চ ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।