ঢাকা: আবারও পাকিস্তানে ড্রোন হামলা করেছে যুক্তরাষ্ট্র। এতে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছে।
শনিবার আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতীয় অঞ্চলে হামলা চালানো হয়। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ডন অনলাইন এ খবর জানিয়েছে।
নিহতের মধ্যে দুইজন আরব জঙ্গি ও বাকি দু’জন স্থানীয় জঙ্গি।
জঙ্গি দমনে গত জুন থেকে পাক সেনা ও বিমান বাহিনী হামলা করে আসছে। কিন্তু এরমধ্যেই থেমে থেমে হামলা করে থাকে যুক্তরাষ্ট্র। পাকিস্তান যুক্তরাষ্ট্রের ড্রোন হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখে। তবে যুক্তরাষ্ট্র এসবের কোনো তোয়াক্কা করে না।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় ৮ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪