মানামা: বাহরাইনে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর বুধবার সকালে দাঙ্গা পুলিশ হামলা চালিয়েছে। এ সময় রাজধানী মানামায় কয়েকশ বিক্ষোভকরী আহত হয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিনিধি জানিয়েছে।
শহরের পার্ল স্কয়ারে জড়ো হওয়া মূলত শিয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
সুন্নি শাসিত বাহরাইনে রাজনৈতিক সংস্কারের জন্য বিরোধীদের আন্দোলনে পার্ল স্কয়ার ব্যবহার করা হয়।
উল্লেখ্য ইয়েমেন, মিশর, তিউনিশিয়া, লিবিয়ার পর বাহরাইনে সরকার পতনের তুমুল আন্দোলন শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১