ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আমাদের সহায়তা করুন: জাপানি মেয়র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, মার্চ ১৬, ২০১১
আমাদের সহায়তা করুন: জাপানি মেয়র

টোকিও: জাপানের আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হাজার হাজার মানুষের সহায়তায় বুধবার বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত অঞ্চলের পার্শ্ববর্তী কোরিয়ামা শহরের মেয়র।

মেয়র মাসাও হারা বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে বলেন, ‘আমরা বিস্ফোরিত পরমাণু চুল্লির আশপাশের এলাকা থেকে অনেক মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছি।

’ কোরিয়ানা শহরের আশ্রয় কেন্দ্রে এখন ৯ হাজার সহায় সম্বল ও আশ্রয়হীন মানুষ অবস্থান করছে।

তিনি বলেন, এই বিপর্যয়ের সময়ে আশ্রিত মানুয়ের জন্য জরুরিভিত্তিতে জ্বালানি, খাদ্য, তেল, পানি প্রয়োজন। হারা বলেন ‘আমরা আগুন ছাড়া কোনো কাজই করতে পারবো না এবং যাতায়াতের জন্য গাড়িতে জ্বালানি প্রয়োজন। ’ হারা বিশ্বের কাছে সহায়তার আবেদন জানিয়ে বলেন, ‘এখন বাস্তবিকই আমাদের সাহায্যের প্রয়োজন। ’

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।