টোকিও: জাপানের আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হাজার হাজার মানুষের সহায়তায় বুধবার বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত অঞ্চলের পার্শ্ববর্তী কোরিয়ামা শহরের মেয়র।
মেয়র মাসাও হারা বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে বলেন, ‘আমরা বিস্ফোরিত পরমাণু চুল্লির আশপাশের এলাকা থেকে অনেক মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছি।
তিনি বলেন, এই বিপর্যয়ের সময়ে আশ্রিত মানুয়ের জন্য জরুরিভিত্তিতে জ্বালানি, খাদ্য, তেল, পানি প্রয়োজন। হারা বলেন ‘আমরা আগুন ছাড়া কোনো কাজই করতে পারবো না এবং যাতায়াতের জন্য গাড়িতে জ্বালানি প্রয়োজন। ’ হারা বিশ্বের কাছে সহায়তার আবেদন জানিয়ে বলেন, ‘এখন বাস্তবিকই আমাদের সাহায্যের প্রয়োজন। ’
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১