ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামার স্বীকারোক্তি

আইএস এর সামর্থ্যকে ছোট করে দেখেছিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
আইএস এর সামর্থ্যকে ছোট করে দেখেছিলো যুক্তরাষ্ট্র ওবামা

ঢাকা: ইসলামিক স্টেট (আইএস) সহ সিরিয়া ও ইরাকে তৎপর জঙ্গিগোষ্ঠীগুলোর সামর্থ্যকে ছোটো করে দেখেছিলো যুক্তরাষ্ট্র। এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা।


 
একই সঙ্গে সিরিয়া এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

এছাড়া ইরাকে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সেনাবাহিনীর সামর্থ্য সম্পর্কেও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত উচ্চ ধারণা পোষণ ভুল হয়েছিলো বলে স্বীকার করেন ওবামা।
 
শুক্রবার ধারণ করা ওই সাক্ষাৎকার প্রচার হয় রোববার। এর একদিন আগেই  জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী হামলার স্বপক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন ওবামা।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।