ঢাকা: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কেন্দ্রস্থলে স্থাপিত রুশ বিপ্লবের নেতা লেনিনের মূর্তি ভেঙ্গে ফেলেছে জাতীয়তাবাদী বিক্ষোভকারীরা।
রোববার রাতে মূর্তি ভাঙ্গার সময় নেচে গেয়ে হর্ষধ্বণির মধ্য দিয়ে আনন্দ প্রকাশ করে জাতীয়তাবাদীরা।
খারকিভের উল্লেখযোগ্য বাসিন্দা রুশভাষী হলেও এখানে পূর্ব ইউক্রেনের অন্যান্য অংশের মত সহিংসতা ছড়ায়নি।
ধারণা করা হচ্ছে মূর্তি উচ্ছেদের বিষয়ে ইউক্রেনের সরকারের প্রচ্ছন্ন সম্মতি ছিলো। জাতীয়তাবাদী বিক্ষোভকারীরা রোববার রাতে যখন মূর্তিটির সামনে জড়ো হয়, তখন খারকিভের গভর্ণর ইহোর বালুতা মূর্তি ধ্বংসের নির্দেশে স্বাক্ষর করেন বলে জানা গেছে।
পাশাপাশি ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকোভ তার ফেসবুকে লেখেন, তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন, কোনো মূর্তিকে রক্ষা করতে নয়।
তবে ইউক্রেনের মিডিয়া জানিয়েছে, পুলিশ এখন ওই মূর্তি ভেঙ্গে ফেলার ঘটনায় তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪