ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

অশ্রুসিক্ত পান্নিরসেলভাম শপথ নিলেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, সেপ্টেম্বর ২৯, ২০১৪
অশ্রুসিক্ত পান্নিরসেলভাম শপথ নিলেন

ঢাকা: জয়ললিতার রাজ্য তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ও পান্নিরসেলভাম। সোমবার চেন্নাইয়ের রাজভবনে সাদামাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি শপথ নেন।



শপথ নেওয়ার সময় কান্নায় ভেঙ্গে পড়েন নতুন মুখ্যমন্ত্রী। এসময় শপথ অনুষ্ঠানে যোগদান করা ৩২ মন্ত্রীর চোখেও অশ্রু দেখা যায়।

দুর্নীতির দায়ে সদ্য সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার চার বছরের কারাদণ্ড হওয়ায় মুখ্যমন্ত্রীর পদটি শূন্য হয়। রোববার এই নিয়ে জয়ললিতার দল অল ইন্ডিয়া আন্না দ্রাভিডা মুনেত্রা কাজহাগাম (এআইএডিএমকে) জরুরি সভায় বসে। সেখানেই পান্নিরসেলভামকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেয় দলের শীর্ষস্থানীয় নেতারা।

তবে এবারই প্রথম নয়। এর আগে ২০০১ সালে টানসি মামলায় জয়ললিতা পদত্যাগ করলে মুখ্যমন্ত্রী হয়েছিলেন পান্নিরসেলভাম।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।