ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপের প্রস্তাব জাতিসংঘে তোলা হবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১
লিবিয়ায় নো ফ্লাই জোন আরোপের প্রস্তাব জাতিসংঘে তোলা হবে

নিউইয়র্ক: সহিংসতাপূর্ণ লিবিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের রক্ষা করতে দেশটির ওপর নো ফ্লাই জোন আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাঠানো হবে।

ব্রিটেন, ফ্রান্স এবং লেবানন জাতিসংঘে লিবিয়ার বিরুদ্ধে লিখিত প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।



এর আগে, বিশ্বের শক্তিধর আট দেশ নিয়ে গঠিত মোর্চা জি-৮ ফ্রান্সে লিবিয়া সংকট ও নো ফ্লাই জোন আরোপের বিষয়ে দুই দিন ব্যাপী বৈঠক করে কোনো সিদ্ধান্তে আসতে ব্যর্থ হয়।

এদিকে, লন্ডনে, লিবিয়ার দূতাবাসের ছাদে উঠে চারজন বিক্ষোভকারী অবস্থান নেয়। এর পরপরই পুলিশ জানায়, সবুজ পতাকা হাতে বিক্ষোভকারীরা দূতাবাস থেকে বেরিয়ে যায়।

লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তার দেশে সহিংসতা এবং উত্তেজনা তৈরির জন্য যুক্তরাজ্যকে দায়ি করেন।

লিবিয়ায় গাদ্দাফির পতনের দাবিতে বিক্ষোভকারীরা উত্তাল আন্দোলন গড়ে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও বিক্ষোভকারীদের সমর্থন দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।