ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় সামরিক অভিযানে কয়েকটি আরব দেশ অংশ নেবে: ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১
লিবিয়ায় সামরিক অভিযানে কয়েকটি আরব দেশ অংশ নেবে: ফ্রান্স

প্যারিস: লিবিয়ায় বিক্ষোভকারীদের দমন করতে গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানে বেশ কয়েকটি আরব দেশ অংশ নেবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আলেঁ জুপে বুধবার তার ব্লগে এই মন্তব্য করেন।



জুপে বলেন, শুধুমাত্র চাপ প্রয়োগের মাধ্যমেই গাদ্দাফিকে থামানো সম্ভব। গাদ্দাফির কাছে মাত্র কয়েকটি বিমান এবং হেলিকপ্টার রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
 
এদিকে, ব্রিটেন, ফ্রান্স এবং লেবানন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে লিবিয়ার ওপর নো ফ্লাই জোন আরোপের জন্য লিখিত প্রস্তাব দিচ্ছে।

লিবিয়ায় গাদ্দাফির পতনের দাবিতে বিক্ষোভকারীরা উত্তাল আন্দোলন গড়ে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও বিক্ষোভকারীদের সমর্থন দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।