ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

হামলায় অপেক্ষায় বেনগাজি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, মার্চ ১৬, ২০১১
হামলায় অপেক্ষায় বেনগাজি

বেনগাজি: লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে বিদ্রোহীরা সরকার সমর্থিত সেনাবাহিনীর আক্রমণের অপেক্ষায় আছে। খবর এএফপির।



বিদ্রোহীরা এই বেনগাজিকে কেন্দ্র করেই জাতীয় পরিষদ গঠন করে।

এদিকে, গাদ্দাফি বাহিনীর বিমান হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য বিদ্রোহীদের দাবি সমর্থিত লিবিয়ার উপর ‘নো ফ্লাই জোন’ আরোপের সিদ্ধান্ত নিতে পারে বিশ্বের শক্তিধর দেশগুলো।

গাদ্দাফির ত্রিপোলির বাড়িতে বোমা বিস্ফোরিত হয়েছে এরকম গুজবের মধ্য দিয়ে বেনগাজিতে বিদ্রোহীরা গুলি ছুড়ে মঙ্গলবার রাতভর আনন্দ উল্লাস করেছে। কিন্তু ত্রিপোলি থেকে সংবাদ দাতারা এরকম খবরের সত্যতা বাতিল করে দিয়েছেন।  

বিদ্রোহীদের মুখপাত্র খালেদ আল-সাইয়ে বলেন, ‘আজদাবিয়া এখনো বিপ্লবীদের দখলে আছে। কিন্তু ত্রিপোলিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, আজদাবিয়া এখন পুরোপুরি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে।

বালাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১৬,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।