মিরানশাহ: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের আদিবাসী অধ্যুষিত উত্তেজনাপূর্ণ আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে মার্কিন বাহিনীর চালকবিহীন ড্রোন বিমান হামলায় বুধবার অন্তত পাঁচজন নিহত হয়েছে। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানান।
একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, চালকবিহীন বিমান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসময় পাঁচ জঙ্গি নিহত হয়েছে।
ওয়াজিরিস্তানের উত্তরাঞ্চলের শহর মিরানশাহ থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে দত্তখেলে ড্রোন হামলা চালানো হয়। ওই এলাকাটি আল কায়দার শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।
পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ও যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা বাড়ানো হয়েছে। পাকিস্তানে ২০১০ সালের শতাধিক ড্রোন হামলায় ৬৭০ জনের বেশি নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১