ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে বাস দুর্ঘটনা: ১৭ তীর্থযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, মার্চ ১৭, ২০১১
মহারাষ্ট্রে বাস দুর্ঘটনা: ১৭ তীর্থযাত্রী নিহত

নাগপুর: ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলদানা জেলার মালকাপুর অঞ্চলের কাছে একটি বাস খাদে পড়ে গেলে নয়জন নারীসহ ১৭ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।



পুলিশ জানিয়েছে, বাসটি পার্শ্ববর্তী মধ্যপ্রদেশ রাজ্যের বর্ধ জেলার ওমকারেশ্বর তীর্থযাত্রা থেকে ফিরছিল। সকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় বাসটি বুলদানা জেলার নলগঙ্গা নদীর তালাশ্বদা সেতু পার হচ্ছিল। নাগপুর থেকে ওই অঞ্চলের দুরত্ব ৪০০ কিলোমিটার। ওই খাদ বা গিরিসংকটের গভীরতা ৭০ কিলোমিটার। যাত্রীদের বেশিরভাগই বর্ধ জেলার।

পুরোদমে উদ্ধার তৎপরতা চলছে। আহতদের এরইমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।