ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ায় নিউইয়র্ক টাইমসের ৪ সাংবাদিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, মার্চ ১৭, ২০১১
লিবিয়ায় নিউইয়র্ক টাইমসের ৪ সাংবাদিক নিখোঁজ

নিউইয়র্ক: লিবিয়ার চলমান সরকার বিরোধী বিক্ষোভের সরেজমিন প্রতিবেদন করতে গিয়ে নিউইয়র্ক টাইমসের চারজন সাংবাদিক নিখোঁজ হয়েছেন। বুধবার নিউইয়র্কভিত্তিক দৈনিকটি এ তথ্য জানায়।



দৈনিকটি জানিয়েছে, নিখোঁজ সাংবাদিকদের মধ্যে দুইবার পুলিৎজার পুরস্কার পাওয়া অ্যান্থনি শাদিদ রয়েছেন। মঙ্গলবার সকালে তাদের সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা হয়েছে।

নিখোঁজ আরও তিনজন হচ্ছেন, রিপোর্টার ও ভিডিওগ্রাফার স্টিফেন ফ্যারেল এবং দুইজন আলোকচিত্রী টাইলার হিকস ও লিনসি অ্যাড্ডারিও। ফ্যারেল ২০০৯-এ তালিবানের হাতেও অপহৃত হয়েছিলেন। ব্রিটিশ কমান্ডোরা তাকে উদ্ধার করে।

নিউইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক বিল কেলার বলেন, ‘লিবিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন, নিখোঁজ সাংবাদিকরা এখন ঠিক কোথায় আছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। ’

গত সপ্তাহে ব্রাজিলের একজন রিপোর্টারকে মুক্তি দিয়েছে লিবিয়ার সরকার। তবে ব্রিটেনের একজন সাংবাদিককে এখনো পাওয়া যাচ্ছে না।

১৯৬৯ সাল থেকে ক্ষমতায় আঁকড়ে মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গত ১৫ ফেব্রুয়ারি বিক্ষোভ শুরু হয়েছে। এরপর বিদ্রোহীরা লিবিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করলেও, পরে গাদ্দাফির বাহিনী তা পুনর্দখলে নেয়।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।