ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে নিহত ও নিখোঁজ ১৪,৬৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, মার্চ ১৭, ২০১১
জাপানে নিহত ও নিখোঁজ ১৪,৬৫০

টোকিও: জাপানে প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামিতে সরকারি হিসেবে এ পর্যন্ত নিহত ও নিখোঁজ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৬৫০ জন। বৃহস্পতিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

খবর এএফপি ও কিয়োদো নিউজের।

জাপানের জাতীয় পুলিশ সংস্থা জানায়, গত শুক্রবার পরপর দুটি বিপর্যয়ে নিশ্চিত নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩২১ জনে। আর নিখোঁজ রয়েছে ৯,৩২৯ জন। বিপর্যয়ে এ পর্যন্ত ২,৩৮৩ জন নিহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিয়াগি অঞ্চলের উপকূলীয় শহর ইশিনোমাকির মেয়র বুধবার রাতে জানান, নিখোঁজ ব্যক্তির সংখ্যা ১০ হাজার গিয়ে ঠেকবে।

গত শনিবার জাপানের সরকারি টেলিভিশন এনএইচকে জানায়, একই অঞ্চলে প্রায় ১০ হাজার মানুষের হিসেব পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।