কায়রো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন বুধবার বলেছেন, বারাক ওবামা ২০১২ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তাঁর দ্বিতীয়বার দায়িত্ব পালন করার কোনো ইচ্ছা নেই। হিলারি বলেন, এমন কি তিনি প্রেসিডেন্ট হতে চান না।
বুধবার কায়রো ভ্রমণকালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘দ্বিতীয়বার তিনি শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করতে চান কিনা’ এমন এক প্রশ্নের জবাবে তিনি পরিস্কার করে ‘না’ বলেন। এরপর তাকে প্রশ্ন করা হয় তিনি,প্রতিরক্ষামন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট কিংবা প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা পোষণ করেন কি না, সব প্রশ্নের জবাবেই তিনি ‘না’ বলেন।
প্রেসিডেন্ট হতে চেয়ে পররাষ্ট্রমন্ত্রী হওয়া কী ছোট চাকরি না? এমন প্রশ্নের জবাবে ‘এটা আমার জীবনের সেরা চাকরি’ উল্লেখ করে তিনি বলেন, ‘পৃথিবী এত দ্রুত পরিবর্তিত হচ্ছে যে, আমাদের নিঃশ্বাস ফেলার সময় নেই। ’
তিনি বলেন, ‘আমি আমেরিকার স্বার্থের জন্য, তার সরকারের জন্য, মূল্যবোধ ও আদর্শের জন্য, সংকটপূর্ণ সময়ে তার পাশে থেকে তার পক্ষে তার প্রতিনিধিত্ব করতে চাই। ’
হিলারি বলেন, ‘চমৎকার অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার আমার জীবন চলছে, সুযোগ এবং সমর্থনের জন্য আমি খুবই গৌরববোধ করি। আমি এগিয়ে যেতে চাই। ’
২০০৮ সালে ডেমোক্রাটিক পার্টির মনোনয়ন লাভে হিলারি কিনটন বারাক ওবামার কাছে পরাজিত হন। হিলারি কিনটন ফার্স্ট লেডি ছিলেন। এরপর তিনি সিনেটর হন এবং বর্তমানে বারাক ওবামার মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময় ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১