তোবরুক: লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি বৃহস্পতিবার বলেন, তার বাহিনী বিদ্রোহীদের পরাস্ত করতে লড়াই চালিয়ে যাবে। একইসময় জাতিসংঘসহ বিশ্বনেতৃবৃন্দ লিবিয়ার আকাশে বিমান উড্ডয়ন নিষিদ্ধ (নো ফাই জোন) করার পরিকল্পনা করছে।
বুধবার গাদ্দাফির বাহিনী দেশটির পশ্চিমে বিদ্রোহীদের ওপর চাপ দেওয়ার পর তিনি এ মন্তব্য করলেন। বিদ্রোহীদের ঘাঁটি অঞ্চল বেনগাজিতেও কঠোর হামলা চালানোর হুমকি দিয়েছেন গাদ্দাফি। তিনি বলেন, বিদ্রোহীরা যদি আত্মসমর্পণ না করে তাদের কঠোন শাস্তি দেওয়া হবে।
এদিকে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন লিবিয়ার সরকারের প্রতি বিদ্রোহীদের ওপর গুলি না চালানোর আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে গাদ্দাফি বলেন, ‘আজ (বুধবার) লড়াই শুরু হচ্ছে মিসরাতা অঞ্চলে। কাল (বৃহস্পতিবার) হবে চরম লড়াই। ’
মিসরাতার একদল তরুণ সমর্থকের উদ্দেশে তিনি বলেন, ‘আজ রাত থেকে আপনারা অস্ত্র হাতে নেবেন এবং যুদ্ধে অংশ নেবেন। ’
মিসরাতার বিদ্রোহীদের একজন মুখপাত্র বলেন, সরকার অনুগতদের তারা শহর থেকে বের করে দিয়েছেন। তবে এজন্য চারজন নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১