ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ.কোরিয়ায় ফেরি দুর্ঘটনা

অতিরিক্ত যাত্রী ও ত্রুটিপূর্ণ নকশাই দায়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৪
অতিরিক্ত যাত্রী ও ত্রুটিপূর্ণ নকশাই দায়ী ছবি: সংগৃহীত

ঢাকা: ধারণক্ষমতার বেশি ওজন বহন ও ত্রুটিপূর্ণ নকশার কারণে চলতি বছরের এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবির ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি আইনজীবীরা জানিয়েছেন। বাংলানিউজ রিপোর্ট।



দীর্ঘ পাঁচ মাস তদন্ত শেষে সোমবার দেশটির সুপ্রিম প্রসিকিউটরস অফিস (এসপিও) এ তথ্য জানায়। বাংলানিউজ রিপোর্ট।

গত ১৬ এপ্রিল ইনচিয়ন থেকে দক্ষিণের দ্বীপ জেজুতে যাওয়ার সময় ৪৫০ জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। এতে তিনশতাধিক মানুষের প্রাণহানি ঘটে, যার অধিকাংশই শিশু। বাংলানিউজ রিপোর্ট।

তদন্তে বলা হয়, ২০১২ সালে ফেরিটি যখন ফের নকশা করা হয় তখন এতে ত্রুটি ছিল। ফেরিটির যথাযথ ভারসাম্য রক্ষা করা হয়নি। ডুবে যাওয়ার সময় তিন হাজার ছয়শ’ ছয় টন ওজনের ফ্রেইট এবং কার্গো বহন করছিল। যা ফেরিটির অনুমোদিত ধারণক্ষমতার তিনগুণ। বাংলানিউজ রিপোর্ট।

এছাড়া তীব্র স্রোতের বিপরীতে নাবিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয় তদন্ত প্রতিবেদনে। বাংলানিউজ রিপোর্ট।

প্রতিবেদনে আরো বলা হয়, ফেরটি ডুবে যাওয়ার মুর্হূতে ক্যাপ্টেন এর নিয়ন্ত্রণে ছিলেন না। কোনো এক  ‘কাণ্ডারীকে’ দিয়ে ফেরিটি পরিচালনা করা হচ্ছিল। আর দুর্ঘটনার জন্য ক্যাপ্টেনকেও আংশিকভাবে দায়ী করা হয়। বাংলানিউজ রিপোর্ট।

এজন্য ফেরির ক্যাপ্টেন লি জুন-সিওকসহ তিন জ্যেষ্ঠ নাবিকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে তাদের মৃত্যুদণ্ড হতে পারে। এছাড়া বাকি এগারো নাবিকের বিরুদ্ধে সমুদ্র আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বাংলানিউজ রিপোর্ট।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।