ঢাকা: অগ্ন্যুৎপাতে জাপানে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার আগ্নেয়গিরির ছাইয়ের ভেতর থেকে আরো দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত ৫৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও কমপক্ষে ১২ জন নিখোঁজ রয়েছেন।
উদ্ধার অভিযানে বর্তমানে এক হাজার পুলিশ নিয়োজিত রয়েছেন।
আগ্নেয়গিরিটি রাজধানী টোকিও’র ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। গত ২৭ সেপ্টেম্বর রাজধানী টোকিওর পশ্চিমাঞ্চলীয় তিন হাজার ৬৭ মিটার (১০,১২১ ফুট) মাউন্ট ওনটেকে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হয়।
এ সময় মাউন্ট ওনটেকে প্রায় ২৫০ জন আটকা পড়েন। তবে তাদের বেশিরভাগই পরবর্তীতে নিরাপদে সরে যেতে সক্ষম হন।
পরের দিন উদ্ধারকারীরা ৩০ জন পর্বত আরোহীকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
শরৎকালের সৌন্দর্য্য উপভোগের জন্য পর্যটন এলাকাটি বেশ জনপ্রিয়।
** অগ্ন্যুৎপাতে জাপানে ৩০ জনের প্রাণহানি
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৪