ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর কোবানিতে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার জঙ্গি বাহিনীর (আইএসআইএস/আইএস) সঙ্গে কুর্দি যোদ্ধাদের তীব্র বন্দুকযুদ্ধ চলছে।
আইএসের হাত থেকে কোবানি শহর পুনরুদ্ধার করতে বুধবার এ যুদ্ধ চালিয়ে যাচ্ছে কুর্দি যোদ্ধারা।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, কোবানি শহরে ৬টি বিমান হামলা চালিয়ে আইএসের অস্ত্র ভাণ্ডার ধ্বংস করা হয়েছে।
সোমবার রাতভর যুদ্ধ শেষে তুর্কি সীমান্ত ঘেষা এ শহরটি দখলে নেয় আইএস। সিরিয়ান-তুর্কি এ সীমান্ত দিয়েই প্রাথমিকভাবে বিদেশি যোদ্ধারা সিরিয়ায় প্রবেশ করে। এছাড়া এ পথ দিয়েই দখলকৃত তেলের কেনাবেচা করে আইএস।
কোবানির শহর থেকে এক সরকারি সূত্র জানিয়েছে, কুর্দি যোদ্ধারা আইএসকে পিছু হটাতে বল প্রয়োগ করছে।
তিনি সপ্তাহের যুদ্ধে ইতোমধ্যে কোবানি শহরের ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ১ লাখ ৬০ হাজার মানুষ জীবন বাঁচাতে শহর ছেড়ে তুরস্কে শরণার্থী হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪