ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ আদালতে কেনিয়ার প্রেসিডেন্টের হাজিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৪
আন্তর্জাতিক অপরাধ আদালতে কেনিয়ার প্রেসিডেন্টের হাজিরা ছবি: সংগৃহীত

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হাজিরা দিয়েছেন।

বুধবার নেদারল্যান্ডের হেগ শহরে আইসিসির প্রসিকিউশনের সামনে হাজিরা দেন তিনি।

খবর: বিবিসির।

তিনিই প্রথম প্রেসিডেন্ট যিনি ক্ষমতাসীন অবস্থায় এ আদালতে হাজিরা দিলেন।

কেনিয়াত্তার বিরুদ্ধে ২০০৭ সালের দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। সে সময় নির্বাচনী সহিসংতায় অন্তত এক হাজার লোক প্রাণ হারায়।

তবে আসিসিতে হাজির হলেও এ অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন কেনিয়াত্তা। তিনি এটিকে তাকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্র বলে আখ্যা দেন।

এদিকে, কেনিয়াত্তার সরকারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে অসহযোগিতা ও বাধার অভিযোগ এনেছে আইসিসির প্রসিকিউশন।

বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।