ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের সঙ্গে হংকং সরকারের বৈঠকের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৪
বিক্ষোভকারীদের সঙ্গে হংকং সরকারের বৈঠকের আহ্বান ক্যারি লাম

ঢাকা: হংকং সরকার শুক্রবার বৈঠকের আহ্বান জানিয়েছে বিক্ষোভকারী ফেডারেশন অব স্টুডেন্টসকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির মুখ্য সচিব ক্যারি লাম এ তথ্য নিশ্চিত করেছেন।



এরআগে গত শুক্রবার গণতান্ত্রিক আন্দোলনে হংকংয়ের রাজপথ সহিংস হয়ে ওঠে।

এরপর গণতন্ত্রের জন্য আন্দোলনকারীদের ওপর ব্যাপক আটক অভিযান ও হামলা চালায় পুলিশ।

পাশাপাশি দেশটির প্রধান নির্বাহী চাই লিউং হুশিয়ার করে দিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার প্রয়োজনীয় সবকিছুই করবে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।