ঢাকা: বন্যার হাত থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাকে রক্ষায় সেখানকার উপকূলে স্থায়ী বাঁধ নির্মাণ করছে দেশটির সরকার।
বৃহস্পতিবার এ সংশ্লিষ্ট একটি প্রকল্পের ঘোষণা দেওয়া হয়।
দেশটির প্রধান অর্থমন্ত্রী খাইরুল তানজুং ২ শ’ ৬৩ মিলিয়ন ডলারের এ প্রকল্পের ঘোষণা করেন।
গত বছর বর্ষা মৌসুমে বন্যায় জাকর্তার ব্যবসায়ীদের ৫৮০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়। সে বছর বন্যার হাত থেকে রক্ষা পেতে বালুর বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪