ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিরাপত্তা পরিষদের ৫ সদস্য লিবিয়ায় হামলার পক্ষে মত দেয়নি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১
নিরাপত্তা পরিষদের ৫ সদস্য লিবিয়ায় হামলার পক্ষে মত দেয়নি

বার্লিন: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে পাঁচটি রাষ্ট্র লিবিয়ায় বিমান হামলার পক্ষে তাদের ভোট দেওয়া থেকে বিরত থাকে। এদের মধ্যে পরিষদের স্থানী দুই সদস্য রাশিয়া ও চীনও রয়েছে।

খবর এএফপির।

লিবিয়ার হামলার বিরোধী দেশ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইদো ভেসটেরভেল শুক্রবার বলেন, জার্মানির আন্তর্জাতিক অংশীদার দেশগুলো বার্লিনের ভোট দেওয়া থেকে বিরত থাকাকে সম্মান করে।

তিনি বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করে বলছি, আমাদের অবস্থান ও সিদ্ধান্তের প্রতি বোঝাপড়া ও শ্রদ্ধা আছে, এমনকি যারা হামলার পক্ষে ভোট দিয়েছে তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা রয়েছে। ’

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা নিরাষদে ১০-০ ভোটে লিবিয়ায় হামলার পক্ষের প্রস্তাব অনুমোদিত হয়। এতে রাশিয়া, চীন, জার্মানি, ব্রাজিল ও ভারত ভোট দেওয়া থেকে বিরত থাকে।

চীন ও রাশিয়ার ভেটো (বিপক্ষে মত) দেওয়ার ক্ষমতা থাকলেও দেশ দুটি তা প্রয়োগ করেনি। পাঁচ স্থায়ী সদস্য দেশের যে কোনো একটি ভেটো দিলে কোনো সিদ্ধান্ত অনুমোদিত হবে না।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।